ফারহানা বলেন, যেটা আমি করি নাই, সেটা আমি মেনে নেব না, মামলারও প্রস্তুতি নিচ্ছেন তিনি।
কেউ বলছে’ন প্রথা ভাঙার নজির, কেউ বা সমালোচনায় মুখর। নিজের বিয়ের উৎসবে একটু অন্যরকম আনন্দ যোগ করতে গিয়ে এভাবেই আলোচিত হয়েছেন যশোরের মেয়ে ফারহানা। ‘মেয়েরা যখন বিমান ওড়াচ্ছে, তখন মোটরসাইকেল চালানো নিয়ে বিতর্কে কিছুটা আশাহত হলেও দমে যাননি তিনি। প্রস্তুতি নিচ্ছেন হয়রানির বিরুদ্ধে মামলার।
আরও পডুন বাইকার-ফারহানা যেসব কারনে নিজের বিয়ে ও সন্তানের কথা গোপন রেখেছিলেন #VIDEO
যশোরের ‘মেয়ে ফারহানা আফরোজ। ১৩ আগস্ট মোটরসাইকেল চালিয়ে নিজের গায়ে হলুদের অনুষ্ঠানে যেয়ে দেশজুড়ে আলোচনায় তিনি।ব্যতিক্রমী এই আয়োজনের ছবি ও ভিডিও এখ’ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ও ইউটিউবে ‘ভাইরাল। অনেকে এই ঘটনাকে প্রথাভাঙার নজির হিসেবেও দেখছেন।
ফার’হানা জানান, ২০১৭ সালে বিয়ের কাবিন’ হয় তার। পড়াশোনায় ব্যস্ত থাকায় বিয়ের আনুষ্ঠানিকতা ‘বাকি ছিল। তাই তিন বছর পর দুই পরিবারে’র সম্মতিতে অনুষ্ঠানের আয়োজন ‘করা হয়। ভিন্নধর্মী কিছু করতেই আয়োজন করেন মোটরসাইকেল শোভা’যাত্রার।
ফারহানা’ বলেন, যাতায়াতের জন্য আমার আগে থেকেই বা’ইক চালানোর প্রয়োজন হয়।ফেসবুকে নানাভা’বে হয়রানির শিকার হওয়ায় মাম’লারও ‘প্রস্তুতি নিচ্ছেন তিনি।ফারহানা’ বলেন, যেটা আমি করি নাই, সেটা’ আমি মেনে নেব না। এর জন্য আ’মি মানহানি ও আইসিটি মামলা করবো।
আরও পডুন চরিত্র নিয়ে কুরু-চিপূর্ণ মন্তব্য, বিচার চাইলেন বাইকার 'নববধূ'
আ’ইনজীবীরা ব’লছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শিষ্টাচার বর্হিভূ’ত কার্যক্রমে দেশের প্রচলিত আইনেই বিচার’ সম্ভব। দোষীদের শাস্তির আওতায় না আন’লে ভবিষ্যতে আ’রো বাড়তে পারে সাই’বার অপরাধ।সুপ্রীম কোর্টের’ আইনজীবি ব্যারিস্টার মিতি বলে’ন, ডিজিটাল প্ল্যা’ফর্ম ব্যবহার করে কাউকে হয়’রানি করলে তাকে শাস্তির আওতায় আনা যাবে’। এতে সর্বোচ্চ ৩ বছরের জেল ও জ’রিমানা করা হয়।
বাড়ি যশো’রে হলেও ফারাহানা থাকতেন ঢাকায়। করো’নার কারণে ফিরেছেন নিজ শহরে। ২০১৭ থেকে ঢাকায়’ মোটর’সাইকেল চালান তিনি
আরও পডুন যাত্রী অধিকার আন্দোলনের উদ্বেগ - ট্রাফিক আইন ভেঙে মোটরসাইকেল শোডাউনে