ঢাকামঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ ও বিচার
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কবিতা
  7. কৃষি ও চাষাবাদ
  8. ক্যাম্পাস
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. জাতীয়
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. দেশ ও জনপদ
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণকালে আটক ছেলেকে জোরপূর্বক ছিনিয়ে নিলো পিতা

নিউজ.
অক্টোবর ১০, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিয়াজ কওছার তুহিন: সাতক্ষীরার কালিগঞ্জে প্রেমিকাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করতে যেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের হাতে আটক হয়েছে শামসুজ্জামান সেলিম (২৬) নাকে এক যুবক। খবর পেয়ে গুন্ডাবাহিনী নিয়ে মেয়ের বাড়িতে আটক থাকা থেকে ছেলেকে ছিনিয়ে নিয়েছে পিতা। ধর্ষণের ঘটনা ঘটেছে সোমবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের রাণীতলা গ্রামে। শামসুজ্জামান সেলিম মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের নুর হোসেন বাবু মোড়লের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্ষণের শিকার হওয়া নারী স্থানীয় একটি মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি জানান, প্রায় তিনবছর আগে শামসুজ্জামান সেলিমের সাথে পরিচয়ের সূত্র প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক মিলন করে সেলিম। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে সেলিম কৌশলে তার শয়নকক্ষে প্রবেশ করে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় চিৎকার দিলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এসে শামসুজ্জামান সেলিমকে হাতেনাতে আটক করে। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে ভাড়াটিয়া বাহিনী নিয়ে ছেলেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় সেলিমের পিতা নুর হোসেন বাবু মোড়ল। স্থানীয়রা জানান, চিৎকার শুনে তারা ঘটনাস্থলে যেয়ে শামসুজ্জামান সেলিমকে আটক করেন। বিষয়টি জানানো হয় মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লকে। কিন্তু তিনি সেখানে যাওয়ার আগে ধর্ষকের পিতা গুন্ডাবাহিনী নিয়ে প্রভাব খাটিয়ে ছেলেকে ছিনিয়ে নিয়ে গেছে। এ ব্যাপারে জানার জন্য শামসুজ্জামান সেলিমের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নি। বিষয়টি নিশ্চিত করে মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল বলেন, স্থানীয়দের মাধ্যমে আমি ঘটনাটি জানার পর সেখানে যাওয়ার আগেই ভাড়াটে লোকজন নিয়ে ধর্ষকের পরিবার তাকে ছিনিয়ে নিয়ে যায়। আমি ভুক্তভোগীর পরিবারকে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দিয়েছি। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী বা তার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।