ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ ও বিচার
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কবিতা
  7. কৃষি ও চাষাবাদ
  8. ক্যাম্পাস
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. জাতীয়
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. দেশ ও জনপদ
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা বেতার শিল্পী মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিউজ.
নভেম্বর ৩০, ২০২৩ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার বাদ আছর উপজেলার মধ্যম চাপড়া (পূর্ব পাড়া) গ্রামের মৃত্যু বাবর আলী সরদারের পুত্র আশাশুনি সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও সংগীত শিক্ষক, খুলনা বেতারের নিয়মিত নজরুল গীতি শিল্পী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান (৬৬) আর নেই (ইন্না লিল্লাহে….রাজেউন)। বৃহস্পতিবার ভোর ৬.১০ মিনিটে তিনি মধ্যম চাপড়াস্থ নিজস্ব বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
পরিবার সূত্রে জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দীর্ঘদিন ডায়াবেটিক, হৃদ রোগ সহ বিভিন্ন কঠিন ও জটিল রোগে ভুগছিলেন। গত প্রায় ১৫ দিন পূর্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কঠিন ব্যধি ক্যানসার রোগ সনাক্ত হলে চিকিৎসক আশা ছেড়ে দিয়ে বাড়ি ফিরিয়ে দেন। বুধবার বিকালে তাকে গুরুতর অসুস্থ্য অবস্থায় বাড়ি ফিরে আনা হয়। পরদিন বৃহস্পতিবার ভোরে উল্লেখিত সময় তিনি মৃত্যুর কলো ঢোলে পড়েন। ওইদিন বিকালে বাদ আছর রাষ্ট্রীয় মর্যাদায় তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযা পূর্ব উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নুরের উপস্থিতিতে পুলিশের চৌকস দল গার্ড অপ অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রকিব, ইউপি চেয়ারম্যান মাহবুবু়ুল হক ডাবলু ও এস, এম হোসেনুজ্জামান হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা আব্দু হান্নান, উপজেলা কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী,  উপজেলা বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আব্দুল করিম, মুনসুর রহমান সহ পরিবারের লোকজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।