ঢাকাশনিবার , ১৩ জানুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ ও বিচার
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কবিতা
  7. কৃষি ও চাষাবাদ
  8. ক্যাম্পাস
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. জাতীয়
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. দেশ ও জনপদ
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে প্রতারণা করে জমি বিক্রির অভিযোগ

নিউজ.
জানুয়ারি ১৩, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা):
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের পুইজালা মৌজায় তঞ্চকী রেকর্ড সৃষ্টি করে প্রতারণার মাধ্যমে পাওনার চেয়ে বেশী জমি বিক্রীর পায়তারা করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উত্তর পুইজালা গ্রামের বিজন বিহারী মন্ডলের ছেলে যজ্ঞেশ্বর মন্ডল সাংবাদিকদের জানান, পুইজালা মৌজায় আর এস ১২৬৭, ৬০১, ৫২৭, ৫২৬, ৫৫৩ ও ৬৯৯ খতিয়ানে বিজন বিহারী মন্ডল এর নামীয় ১১.৮৪ একর জমি ছিলো। মধ্যে ১.০০ একর ভিটাবাড়ী। বাকী ১০.৮৪ একর জমি মধ্যে বিজন বিহারীর ৯১ বাদে ৩ ভাই তপন, স্বপন ও যজ্ঞেশ্বর এর অংশ সমান। হিসাবে দেখা যায় প্রত্যেকে অংশে ভিটা বাড়ী বাদে ১০ বিঘা করে জমি পাবে। তপনের মুত্যান্তে তার পুত্র তাপস কুমার মন্ডল পৈত্রিক ১০ বিঘা জমি ছোট বোন জয়ন্তীকে লিখে দেন। তারপর জয়ন্তী রানী ও বাবাসহ উক্ত খতিয়ান হতে সাড়ে ৮ বিঘা জমি বিক্রী করে। বাকী .৫০ শতক জমি ক্রেতারা পৃথক পৃথকভাবে নিয়ে গেছে। এমতাবস্থায় জয়ন্তীর বিক্রী জমি বাদে পুনরায় ১২ বিঘা জমি দাবী করে তঞ্চকী রেকর্ড সৃষ্টি করার মাধ্যমে বিক্রীর পায়তারা করিতেছে। অথচ তারা বিল ও ভিটা বাড়ী মিলে জমি পাবে ৫০ শতক। কাজেই জয়ন্তী প্রতারনা মূলকভাবে যাতে জমি বিক্রি করতে না পারে, সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।