ঢাকারবিবার , ৩১ মার্চ ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ ও বিচার
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কবিতা
  7. কৃষি ও চাষাবাদ
  8. ক্যাম্পাস
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. জাতীয়
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. দেশ ও জনপদ
আজকের সর্বশেষ সবখবর

রামপালে মৎস খামারে বিষপ্রয়োগ, ৭ লক্ষ টাকার ক্ষতি 

নিউজ.
মার্চ ৩১, ২০২৪ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

এ এইচ নান্টু, বাগেরহাট প্রথিনিধি: বাগেরহাটের  রামপালে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার কাষ্টবাড়িয়া মো. মনিরুজ্জামান ফকির তার নিজ এলাকায় বাড়ির পুকুরসহ ৩ টি মৎস্যখামার করে দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসছেন। তার বাড়ির সামনে দুইটি পুকুর ও জাকিরের বাড়ির সামনে ১৫ বিঘার একটি মৎস্য ঘের রয়েছে তার। ওই ঘেরে মানিকনগর গ্রামের চিহ্নিত চোর তানভীর শেখ, ইসলাম শেখ, তারিকুল শেখ, ছেঁকেন শেখসহ অজ্ঞাত ৪/৫ জন চোর গত ইংরেজি ২৮ মার্চ বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ১১ টায় বিষ প্রয়োগ করে। এরপর তারা মাছ ধরে বস্তায় পুরতে থাকা অবস্থায় বাদী মনিরুজ্জামান ফকির তাঁদের ধরে ফেলে। ধস্তাধস্তির একপর্যায়ে মনিরুজ্জামানকে ছেড়ে দিয়ে চোরেরা মাছ নিয়ে চম্পট দেয়।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলার জন্য তাদের বাড়িতে গেলেও তাদের বাড়িতে পাওয়া যায়নি। যেকারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রামপাল থানার ওসি সোমেন দাশ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শুরু করেছি। সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।