ঢাকাশনিবার , ২০ এপ্রিল ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ ও বিচার
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কবিতা
  7. কৃষি ও চাষাবাদ
  8. ক্যাম্পাস
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. জাতীয়
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. দেশ ও জনপদ
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে ভন্ড কবিরাজ আনজুয়ারার খপ্পরে পড়ে নিঃস্ব দুই দিনমজুর

নিউজ.
এপ্রিল ২০, ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনিতে ভন্ড কবিরাজ আনজুয়ারার খপ্পরে পড়ে আবারো নিঃস্ব দুই দিনমজুর। অসহায় দিনমজুর কর্তৃক রবিবার থানায় পৃথক পৃথক এজাহার দায়ের। ভুক্তভোগী দিনমজুর সোদকনা গ্রামের মৃত শেখ আবুল কাশেমের ছেলে আছান শেখ ও একই গ্রামের ভরত তরফদারের ছেলে সাধন তরফদার। পৃথক পৃথক এজাহার সূত্রে জানা গেছে, ৫ মাস পূর্বে আছান শেখের স্ত্রী হোসনে আরা খাতুন বাড়ি থেকে চলে যান। অনেক খোঁজাখুঁজির পর কোন সন্ধান না পেয়ে লোক মারফত উক্ত ভন্ড কবিরাজের কথা জানতে পারেন। বিষয়টি নিয়ে ভন্ড কবিরাজের কাছে গেলে সে তার স্ত্রীকে ফিরিয়ে এনে দেওয়ার নাম করে নগদ ১২ হাজার টাকা এবং একটি ছাগল বাবদ ১২ হাজার টাকা হাতিয়ে নেন। নির্দিষ্ট সময়ের মধ্যে স্ত্রীকে ফিরে না পেয়ে ভন্ড কবিরাজের কাছে গেলে সে নানাভাবে তালবাহানা করতে থাকে। কিছুদিন পর সে জানতে পারে ভন্ড কবিরাজ একজন প্রতারক। এছাড়া সাধন তরফদারের মেয়ে স্বামীর ঘরে যেতে না চাওয়ায় সে উল্লেখিত ভন্ড কবিরাজ আনজুয়ারার শরণাপন্ন হয়। সাধন তরফদারের সরলতার সুযোগে ভন্ড কবিরাজ একই ভাবে তার কাছ থেকে দুই দফায় ১৮ হাজার টাকা হাতিয়ে নেয়। কিছুদিন পর সেও জানতে পারে সে প্রতারণার শিকার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ভন্ড কবিরাজের বিরুদ্ধে প্রতারণার শত শত অভিযোগ আছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার জানান এ সংক্রান্তের দুইটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।