ঢাকাবৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ ও বিচার
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কবিতা
  7. কৃষি ও চাষাবাদ
  8. ক্যাম্পাস
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. জাতীয়
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. দেশ ও জনপদ
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে খাল থেকে স্থাপনা সরাতে ৭দিনের নোটিশ

নিউজ.
আগস্ট ১৭, ২০২৩ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

মনির খাঁন, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে ৭দিনের নোটিশ প্রদান করেছেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা।

উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর দক্ষিণ পাড়া খালটি নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় “মুরাদনগরে খাল দখল করে দোকানঘর, বাড়ি ও কালভার্ট নির্মাণ” এ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।

বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা উপস্থিত থেকে খালটি পরিমাপ করার পর অবৈধ দখলদারদের স্থাপনা সরাতে ৭দিনের নোটিশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, নবীপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা শফিকুল ইসলাম, মুরাদনগর থানার এসআই ওমর শাকিল, সার্ভেয়ার মো: শরিফুল প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা বলেন, খালটি পরিমাপ করার পর দখলদারদের ৭দিনের নোটিশ প্রদান করা হয়েছে। যদি দখলদাররা ৭দিনের মধ্যে স্থাপনা না সরায় তাহলে আমরা স্থাপনা উচ্ছেদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তাছাড়া মুরাদনগরে সরকারি জায়গা দখল করার সুযোগ নেই। খাল বা সরকারি জায়গা বেদখল হলে দখলকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।