ঢাকামঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ ও বিচার
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কবিতা
  7. কৃষি ও চাষাবাদ
  8. ক্যাম্পাস
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. জাতীয়
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. দেশ ও জনপদ
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে অনিয়মের প্রতিবাদের জেরে কারাগারে গেলেন আব্দুল হামিদ

নিউজ.
এপ্রিল ২, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে খাদ্য বান্ধব কর্মসুচি ও ভিডব্লিউবি কার্ড বিতরণে অনিয়মের প্রতিবাদের জেরে আব্দুল হামিদ নামের এক ব্যক্তিকে প্রতারণার মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। দুঃস্থ ও হতদরিদ্রের পরিবর্তে স্বচ্ছল ব্যক্তিদের সুবিধাভোগীর তালিকায় অন্তর্ভুক্তির ঘটনায় তদন্ত চেয়ে বিভাগীয় কমিশনারের দপ্তরে লিখিত আবেদন জানানোর কারনে তাকে ফাঁসানো হয়েছে বলে পরিবার সূত্রে অভিযোগ উঠেছে।শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলী গ্রামের মোঃ আহাদুজ্জামান নামের এক ব্যক্তির দায়েরকৃত মামলায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আব্দুল হামিদ একই গ্রামের মৃত জনাব আলী গাজীর ছেলে।আব্দুল হামিদের স্ত্রী মনোয়ারা হামিদ জানান, সরকারি কর্মকর্তা সহ ইউপি জনপ্রতিনিধি গণ আর্থিক সুবিধা নিয়ে স্বচ্ছল ব্যক্তিসহ নিজের আত্বীয়-স্বজনকে সুবিধাভোগীর তালিকাভুক্ত করার প্রতিবাদ করতে যেয়ে তার স্বামী কে হয়রাণী ও মিথ্যা অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় ক্ষুব্ধ এলাকার ৮৫টি দুঃস্থ, হতদরিদ্র ও ভুমিহীন পরিবার তার আব্দুল হামিদের সহায়তা নিয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেন। দীর্ঘদিনেও প্রতিকার না পেয়ে সুবিধাবঞ্চিত পরিবারের এসব সদস্য সম্প্রতি জেলা প্রশাসকের দপ্তরে লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি গনশুনানীতে হাজির হয়ে স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন। এর জন্য লিফলেট বিতরণ, মানববন্ধন,  সংবাদ সম্মেলন ও অনিয়মের বিবরন দিয়ে পত্রিকা সহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। তার ফেসবুকে আইডিতে এ ধরণের অনিয়মের প্রতিকার চেয়ে খোলা চিঠিতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছিলেন। গত ২৫ মার্চ তার স্বামী খুলনা বিভাগীয় কমিশনারের দপ্তরে নিজে বাদি হয়ে লিখিত অভিযোগ জানিয়ে ত্রুটিপূর্ণ তালিকার বিষয়ে আবারও তদন্তের দাবি জানান। এসব ঘটনার জেরে পরিষদের ইউপি সদস্য ক্ষুব্ধ হয়ে তার নিজস্ব লোক দিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলায় জড়িয়ে তার স্বামীকে গ্রেপ্তার করিয়েছে মর্মে আব্দুল হামিদের পরিবার জানিয়েছেন।একই ওয়ার্ডের ভুমিহীন রেশমা পারভীন জানান- অনেক স্বচ্ছল ব্যক্তিকে সরকারের খাদ্য বান্ধব কর্মসুচি এবং ভিডবিøউবি কার্ডের সুবিধা দেয়া হলেও ভিক্ষাবৃর্ত্তিসহ দিনমজুরী, ভূমিহীন, গরীব, অসহায়, স্বামী পরিত্যাক্তা, বিধবা, ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহকারী অনেককে বঞ্চিত করা হয়েছে। এসব ঘটনার প্রতিকার চেয়ে তিনি ২০২২ সালে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও ২০২৩ সালের নভেম্বরে সাতক্ষীরা জেলা প্রশাসকের দপ্তরে লিখিত অভিযোগ করেন। রেশমা আরও জেলা প্রশাসকের নির্দেশে আগামী ৪ এপ্রিল ঈশ^রীপুর ইউনিয়ন পরিষদে সুবিধাভোগীসহ সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে তদন্তের দিনক্ষন নির্ধারিত হয়েছে। এমতাবস্থায় মিথ্যা মামলা দিয়ে আব্দুল হামিদকে গ্রেপ্তার করিয়ে তাদের মত অশিক্ষিত ও মুখ মানুষদের ন্যায় বিচার পাওয়ার পথ বন্ধের চেষ্টা করা হয়েছে। তাদের সহযোগীতা করার অপরাধে সম্পুর্ন নির্দোষ আব্দুল হামিদকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। কাহারোর কাছ থেকে নয়, বরং আব্দুল হামিদ নিজ জমি বিক্রয় করে ন্যায্য বিচার প্রতিষ্ঠিত করতে বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরে ঘুরে নিজ অর্থ খরচ করেছেন মর্মে একাদিক সূত্রে জানা গেছে।নুরনাহার নামের ছয় নং ওয়ার্ডের নারী শ্রমিক জানায় আব্দুল হামিদ তাদের মত গরীবের বন্ধু ছিলেন। নিজের টাকা পয়সা খরচ করে তিনি এলাকার গরীব ও দুস্থ মানুষদের অধিকার আদায়ের চেষ্টা করছিলেন। আগামী ৪ এপ্রিলের তদন্তে অনিয়মের বিষয়গুলো যাতে সামনে আনার মত কেউ না থাকে সেজন্য আব্দুল হামিদকে ষড়যন্ত্র করে গ্রেপ্তার করানো হয়েছে। মামলার বাদি মোঃ আহাদুজ্জামান বলেন, ঘর দেয়ার নামে দেড় বছর আগে তার থেকে টাকা নিয়ে ফেরত না দেয়ায় আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা করেছেন। তবে বিষয়টি নিয়ে এর আগে তিনি কোথাও লিখিত অভিযোগ করেননি বলেও স্বীকার করেন। একইভাবে ইউপি সদস্য রাশিদুল ইসলামের দ্বারা প্রভাবিত হয়ে মামলা দায়েরের বিষয়টি তিনি অস্বীকার করেন। অভিযোগের বিষয়ে ইউপি সদস্য রাশিদুল ইসলাম জানান আত্বীয়-স্বজন হিসেবে নয়, বরং আর্থিক অবস্থা বিবেচনায় তালিকা তৈরী হয়েছে। কার্ড স্বল্প থাকায় সব দুস্থকে তালিকায় জায়গা দেয়া যায়নি- উল্লেখ করে তিনি আরও বলেন আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের সাথে সুবিধাভোগীর তালিকার বিষয়টি জড়িত নয়। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে জানানো হয়েছে আব্দুল হামিদের গ্রেপ্তারের বিষয়ে তারা অবগত নয়। তবে জেলা প্রশাসকের নির্দেশে আগামী ৪ এপ্রিল সুবিধাভোগীসহ অভিযোগকারীদের উপস্থিতিতে তদন্তে উপস্থিত হতে সকলকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। এলাকাবাসী জানান, আব্দুল হামিদ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছেলে, সে নিজ জমি বিক্রয় করে কয়েক বছর সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করার ফলে তাকে মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে। আব্দুল হামিদ কে জামিন দিয়ে মামলাটি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে।

 

 

২।৪।২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।