ঢাকাসোমবার , ২২ এপ্রিল ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ ও বিচার
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কবিতা
  7. কৃষি ও চাষাবাদ
  8. ক্যাম্পাস
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. জাতীয়
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. দেশ ও জনপদ
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে যুবতী স্ত্রীকে পাচার মামলার প্রধান আসামি প্লাবন আটক 

নিউজ.
এপ্রিল ২২, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ফজলুল হক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে পাচার মামলার মূল হোতা প্রধান আসামি মামলার ৭মাস ১৪দিন পর অবশেষে নুর ইসলাম প্লাবনকে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন নির্দেশে এস আই শাহাবুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ এপ্রিল)
সন্ধ্যায় উপজেলার উজিরপুর বাজারে অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান এনজিও আশা অফিস সংলগ্ন এলাকা থেকে আটক করেছেন।
 প্রসঙ্গত: কালিগঞ্জে যুবতী স্ত্রীকে চেতনা নাশক কোল্ড ড্রিংস পান করিয়ে ইন্ডিয়া পাচার পরবর্তীতে ভারত বাংলাদেশ পতাকা বৈঠকের মাধ্যমে পিতার কাছে হস্তান্ত অনুসন্ধান ও কালিগঞ্জ থানা এজাহার সূত্রে জানা গেছে গত ইং ১৮/০৮/২২ তারিখে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ফার্নিচার মিস্ত্রি আব্দুর রহমানের কন্যা রোকেয়া সুলতানা (১৯)  পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর এলাকার  ফার্নিচার মিস্ত্রি ইয়াকুব আলী মোড়লের ছেলে নুর ইসলাম প্লাবন (২৫) এর সাথে পারিবারিকভাবে বিবাহ হয় বিবাহের সময় জামাইয়ের জমি ক্রয়ের জন্য নগদ এক লক্ষ টাকা প্রদান করে পরবর্তীতে পুনরায় যৌতুকের দাবিতে নুর ইসলাম ওরফে প্লাবন তার যুবতী স্ত্রীকে গত ১৭/১১/২২ তারিখে শারীরিক-মানসিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এক পর্যায়ে গত ইং ১৬/০৮/২৩ তারিখে নির্যাতিত কন্যা রোকেয়া সুলতানার স্বামী প্লাবন ০১৯৬৬-৫৭০২১৪ এই নাম্বারে ফোন করে স্ত্রীকে আর নির্যাতন করবে না বলে অতি কৌশলে ডেকে এনে কালিগঞ্জ উপজেলার কাকসিয়ালী ব্রিজের পাশে বঙ্গবন্ধু মোরালের পাশে স্বামী-স্ত্রী কথা বলার এক পর্যায় চেতনা নাশক স্প্রিট কোল্ড ড্রিংস ঔষধ সেবনে অজ্ঞান করে মাইক্রোবাসে উঠাইয়া লম্পট স্বামী প্লাবন ও তার সহযোগি মানব পাচারকারী একই এলাকার মনসুর আলীর ছেলে ইয়াকুব আলী, গোলখালি এলাকার আদম আলীর ছেলে নুর ইসলাম , শহিদুল গাজীর ছেলে রেজাউল ইসলাম বাবু, ঘোজাডাঙ্গা এলাকার ঈমান মোল্লা ছেলে মতিয়ার , ভাড়াশিমলা এলাকার শাহাদাত গাজীর ছেলে সম্রাট গাজী ও আকবর হোসেনে এদের মাধ্যমে ভারতের বসিরহাট হাসনাবাদ নজরুল সিটি পার্টি অফিসের পাশে একটি বাড়িতে আটক রাখিয়া অস্ত্র মাধ্যমে ভয় ভীতি শারীরিক ও মানুষিক নির্যাতন করিয়া টাকা পয়সা মোবাইল স্বর্ণালংকার সহ সবকিছুই লুট করে নেয়। অন্যদিকে পাচার  হওয়া রোকেয়া সুলতানার মাতা আছমা তারা বকুল(৩৫) তাহার কন্যার কোন খোজ খবর না পাইয়া শ্যামনগর থানায়  গত ২০/০৮/২৩ তারিখে ১০৩৯ নং সাধারণ জিডি করে। পরবর্তীতে বিশ্বস্ত ও গোপন সূত্রে জানা গিয়েছে প্লাবন ও তার সহযোগীদের মাধ্যমে ভারতে বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে গেছে। পরবর্তীতে ভারতের বশিরহাটের একটি ক্লাবের সদস্যদের ও স্থানীয় বি এস এফ সহযোগিতায় বাংলাদেশ সীমান্ত পূর্বকাকডাঙ্গা বর্ডার গার্ড ও স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু ও সাতক্ষীরা বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এশার আলী সহ স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে গত ইং ২৩/০৮/২৩ তারিখে রাত্রে আনুমানিক ১২ সময় সাতক্ষীরার ভারত সীমান্তের  বিজিবি-বিএসএফ’র কাকডাঙ্গা  ক্যাম্পে পতাকা বৈঠকের মাধ্যমে পাচর হওয়া যুবতী রোকিয়া সুলতানাকে তাহার পিতা ফার্নিচার মিস্ত্রি আব্দুর রহমানের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় কালিগঞ্জ থানায় ০৮/০৯/২৩ তারিখে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে নির্যাতন ও সহায়তা সহ চেতনা নাশক পানীয় পান ও চুরি করার অপরাধে থানায় একটি মামলা হয়েছে (মামলা নং ১৪)

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহাবুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন দীর্ঘদিন আসামি ধরাছোঁয়ার বাইরে ছিল এবং উক্ত মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই মোর্শেদ আলম তিনি বদলি হওয়ায় ঐ মামলার তদন্ত কর্মকর্তা হিসাবে আমি নিয়োজিত হওয়ার ১০দিন পর আসামিক প্লাবনকে আটক করতে সক্ষম হই ।
 আটকৃত আসামিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলহাজতে প্রেরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।