ঢাকাসোমবার , ২৫ মার্চ ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ ও বিচার
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কবিতা
  7. কৃষি ও চাষাবাদ
  8. ক্যাম্পাস
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. জাতীয়
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. দেশ ও জনপদ
আজকের সর্বশেষ সবখবর

রামপালে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় গণহত্যা দিবস পালন 

নিউজ.
মার্চ ২৫, ২০২৪ ৭:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের  রামপালে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে। রামপাল উপজেলা চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়। সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। রামপাল সরকারি কলেজের প্রভাষক সাংবাদিক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ওয়ালিউল ইসলাম, রামপাল থানার ওসি সোমেন দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কুদ্দুস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান, পিআইও মো. মতিউর রহমান, উপজেলা ইন্জিনিয়ার মো. গোলজার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, সহকারী প্রোগ্রামার কর্মকর্তা রনিক হালদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, এআরডিও মো. হাবিবুর রহমান, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোল্লা আ. রউফ,  বীর মুক্তিযোদ্ধা কালিপদ অধিকারী, ভাগা সুন্দরবন মহিলা কলেজের উপাধ্যক্ষ ইজারাদার নাহিদুল ইসলাম, রামপাল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার আ. মান্নান, ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমুখ। বক্তাগণ পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের ঘটনা তুলে ধরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, অপারেশন সার্চলাইটের মাধ্যমে বাংলাদেশকে মেধাশূন্য করতে এ হত্যাযজ্ঞ চালানো হয়। তবুও বাঙালীকে দাবিয়ে রাখা সম্ভব হয়নি। বাঙালি দামাল ছেলেরা বঙ্গবন্ধুর নির্দেশে দেশকে স্বাধীন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।