ঢাকাশুক্রবার , ২৯ মার্চ ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ ও বিচার
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কবিতা
  7. কৃষি ও চাষাবাদ
  8. ক্যাম্পাস
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. জাতীয়
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. দেশ ও জনপদ
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির আনুলিয়ায় ইউপি সদস্য আলাউদ্দিনের বিরুদ্ধে রাস্তার ইট তুলে বিক্রির অভিযোগ

নিউজ.
মার্চ ২৯, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা):
আশাশুনি উপজলার আনুলিয়ায় সরকারি রাস্তায় ইট তুল বিক্রয়ের অভিযাগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দীন গাজীর বিরুদ্ধে। অভিযোগে প্রকাশ, হাজরাখালী খেয়াঘাট (বিছট) হতে নয়াখালী মসজিদ গামী প্রায় ১.৫ কি:মি: রাস্তা নয়াখালী গ্রামের মানুষের চলাচলের জন্য সাবেক ইউপি চয়ারম্যান আলমগীর আলম লিটনর সময় নির্মাণ করা হয়েছিল। রাস্তাটি পানি উনয়ন বোর্ডের বেড়ী বাধ হওয়ায় পুনরায় রাস্তাটি সংস্কার করার জন্য মাটির কাজ শুরু করেছে পানি উন্নয়ন বার্ড। ডাবল ইটের ১০ফুট প্রস্থ ১.৫ কি:মি রাস্তা নির্মাণর সময় প্রায় ১ লক্ষ ৩৭ হাজার ইট ব্যবহার করা হয়েছিল বলে স্থানীয়রা সহ নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্টরা জানান। নয়াখালী গ্রামের প্রায় বাড়ীতে দেখা মিলছে উক্ত রাস্তার ইটের। নয়াখালী গ্রামর রইচ উদ্দীন সরদার এর পুত্র সালাম সরদার, খালেক শেখের পুত্র কবির শেখ, ইমদাদুল শেখ, নজরুল ইসলাম, শেখ মিনারুল, শেখ খোকন শেখ, মনির শেখ, এছাক শেখ রবিউল সহ স্থানীয়দের বাড়ীতে গেলে রাস্তার ইট তাদের বাড়ীতে ২ থেকে ৫ হাজার পর্যন্ত ইট রাখা দেখা যায়। কিছু ইট মসজিদের সামনে রাখা আছে। তব সাংবাদিকদের উপস্থিতিতে কেউ নাম প্রকাশ করতে ইচ্ছুক না হলেও ইট কেন তাদের বাড়ীতে জানতে চাইলে নারী—পুরুষ সকলে সাংবাদিকদের জানান, তারা হাজার প্রতি ৭ হাজার টাকা করে স্থানীয় ইউপি সদস্য (মম্বর) আলাউদ্দীনের নিকট হতে ক্রয করেছেন বলে স্বীকার করেন। স্থানীয়দের অভিযাগ একজন মেম্বর উক্ত ইট গুলো সংরক্ষণ করবে তা তিনি না করে ইট বিক্রয় করে আত্মসাৎ করেছেন। এঘটনায় ইউপি সদস্য আলাউদ্দীনর নিকট ইট বিক্রয় বিষয়টি জানতে চাইলে তিনি প্রথমে সাংবাদিকদের সাথে অস্বীকার করলেও পরবর্তীত তিনি ৭০ হাজার টাকার মত ইট বিক্রয়ের কথা স্বীকার করেন। এ ঘটনায় উপজলা নির্বাহী অফিসার মো: রনি আলম নূর এর নিকট জানতে চাইল তিনি জানান, একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদারকি করে যত দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা জবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।