ঢাকামঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ ও বিচার
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কবিতা
  7. কৃষি ও চাষাবাদ
  8. ক্যাম্পাস
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. জাতীয়
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. দেশ ও জনপদ
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে নতুন গেজেটে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিউজ.
অক্টোবর ১০, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে নতুন গেজেটে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত একজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ এনেছে তারই পরিবারের লোকজন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর এলাকার মৃত জয়নাল শেখের পুত্র মো: আইনুদ্দিন শেখ ও একই এলাকার মৃত বুদ্ধু শেখ এর কন্যা আনোয়ারা বেগম (৮২)।
অভিযোগ উঠেছে মো.সোলায়মান আলী (৬৬) পিতা মৃত ইমান আলী, মুক্তিযোদ্ধা নাম্বার- ০১৪৯০০০৫২৯৪, গেজেট নং- ৪০৫৪ বেসামরিক গেজেট এর বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, যুদ্ধের সময় তিনি সহ পরিবারে সবাই একসঙ্গে বাস করতো। যুদ্ধ শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত সে তার পরিবারের সাথেই ছিল।

তার আপন ভাই আমজাদ হোসেন ও বোন আম্বিয়া বেগম পরিবারের বরাত দিয়ে জানান, আমার ভাই সোলায়মান আলী মুক্তিযোদ্ধের সময় আমাদের পরিবারের সাথে ছিলো।

একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো, দেলোয়ার হোসেন বলেন, আমাদের জানামতে সোলায়মান আলী মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেননি।
মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ বলেন, সোলায়মান আলী কোন এলাকায় কার সাথে যুদ্ধ করেছে এর কোনো প্রমাণ আমাদের কাছে নাই। সে কিভাবে ঢাকা থেকে গেজেট করে নিয়ে এসে ভাতা নিতেছে আমি জানি না।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, সোলাইমান আলি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা হওয়ার পর সে ভাইবোন সহ এলাকার অনেকের উপর নানাভাবে অত্যাচার করে আসছে, আমার কাছে অভিযোগ এসেছে।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলির সাথে কথা বললে তিনি জানান, তিনি মুজিবনগর থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং তার কাছে সব ধরনের কাগজপত্র আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।