ঢাকাসোমবার , ২৮ আগস্ট ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ ও বিচার
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. কবিতা
  7. কৃষি ও চাষাবাদ
  8. ক্যাম্পাস
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. জাতীয়
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. দেশ ও জনপদ
আজকের সর্বশেষ সবখবর

বড়দল কলেজের নিয়োগ বোর্ডের বিরুদ্ধে মামলা করেও শেষ রক্ষা হচ্ছেনা!

নিউজ.
আগস্ট ২৮, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের সাত পদে নিয়োগ দীর্ঘদিন বন্ধ থাকলেও পুনরায় এ নিয়োগ সম্পূর্ণ করার লক্ষ্যে উঠে পড়ে লেগেছে বিদায়ী অধ্যক্ষ শিহাব উদ্দিন। গত ২৬/১২/২০২৩ তারিখে উক্ত কলেজ থেকে অধ্যক্ষ শিহাব উদ্দিন বিদায় নিয়ে সাতক্ষীরা সিটি কলেজে যোগদান করেন। কিন্তু যোগদান করেও থেমে থাকিনি এ অধ্যক্ষ। তার আমলে চাকরি দেওয়ার নামে নিয়োগ বাণিজ্যের কোটি টাকা জায়েজ করার জন্য তার পছন্দের প্রার্থীকে নিয়োগ দেবেন বলে মরিয়া হয়ে উঠেছে। ২১ আগস্ট ম্যানেজিং কমিটির সভাপতির সাতক্ষীরাস্থ বাসভবনে এক তৃতীয়াংশ বোর্ডের সদস্যদের বাদ রেখে পুনরায় অবৈধ নিয়োগ বোর্ড গঠন করা হয়েছে বলে বোর্ডের সদস্য মুকুল সানা জানান। এছাড়া তিনি আরও বলেন আদালতে চলমান মামলা বিচারাদিন থাকার শর্তেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে এ নিয়োগ সম্পন্ন হতে পারে। এ ব্যাপারে আশাশুনি সহকারী জজ আদালতে অধ্যক্ষ শিহাব উদ্দিন ম্যানেজিং কমিটির সভাপতি এস এম মোখলেসুর রহমান সহ ১৪ জনের বিরুদ্ধে দেঃ ১৬৩/২৩ নং মামলা দায়ের করেছেন কলেজের অভিভাবক শফিকুল ইসলাম। এছাড়া তিনি শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, আঞ্চলিক পরিচালকের কার্যালয় খুলনা, জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা, জেলা প্রশাসক সাতক্ষীরা, নির্বাহী কর্মকর্তা আশুশুনি, মাধ্যমিক শিক্ষা অফিসার আশাশুনি অভিযোগ করেও শেষ রক্ষা হচ্ছে না এমনটাই তার অভিযোগ। সরেজমিন ও তথ্য অনুসন্ধানে জানা গেছে, বড়দল আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসাবে এলাকায় পরিচিতি লাভ করেছে। স্বনামধন্য কলেজটি অধ্যক্ষ শিহাব উদ্দিনের মেয়াদকালে কলেজের বিভিন্ন ফান্ডের অর্থ লোপাট করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ১৮-/১২/২০২২ তারিখে চতুর্থ শ্রেণীর সাত পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর অধ্যক্ষের বিদায় মুহূর্তে চাকরি দেওয়ার নামে এলাকার অসংখ্য মানুষের নিকট হতে কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে মর্মে বিভিন্ন পত্রপত্রিকায় ফালাও হয়েছে। বিষয়টি নানাবিদ কারণে কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হলে তাৎক্ষণিক ভাবে ৬ মাসের জন্য নিয়োগ স্থগিত হয়ে যায়। এদিকে নিয়োগ সংক্রান্ত বিষয় আদালতে মামলা বিচারাদিন থাকার সত্বেও এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার এস এম মোখলেসুর রহমানের যোগসাজসে পুনরায় তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেবেন বলে মামলার বাদী তার অভিযোগে বলেছে। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতির সাথে কথা হলে তিনি বলেন, নিয়োগ সংক্রান্ত বিষয় আদালতে মামলা চলমান রয়েছে। যে কারণে নিয়োগ দেওয়া যাবে কিনা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা জেনেছি। তিনি বলেছেন নিয়োগ দেওয়া যাবে। বিদায় অধ্যক্ষের সাথে কথা হলে তিনি বলেন, ২৬/১২/২০২২ তারিখে আমি বড়দল কলেজ থেকে সাতক্ষীরা সিটি কলেজে যোগদান করেছি। বর্তমানে ওই কলেজে কে কাকে নিয়োগ দেবেন আমার জানার বাইরে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।